ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
সিলেটে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

সিলেট: সিলেটে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকালে সিলেট-তামাবিল সড়কের সদর উপজেলার খাদিমপাড়া জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাইদুর খাদিমপাড়া ইউনিয়নের মলাইটিলা এলাকার আয়াছ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় ট্রাক ও ট্রাক্টর রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। আর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।