ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন বেলাল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন বেলাল!

দিনাজপুর: দিনাজপুরে আরিফা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে শহরের হাউজিং মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ঘটনার পর থেকে মৃতের স্বামী বেলাল হোসেন (৩০) পলাতক। গত আড়াই মাস ধরে ওই বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছিলেন আরিফা বেগম।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বেলাল হোসেন স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। নেশায় আসক্ত ছিলেন তিনি। আরিফা বেগমকে প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন বেলাল। আরিফা তার স্বামীর অনেক অত্যাচার সহ্য করেও সংসার করতেন। আজ (৩০ মার্চ) ভোররাতে সাহরিও খেয়েছে সবাই মিলে। সকালে ছোট্ট ছেলেটা মক্তবে আরবি পড়তে গেলে তার মাকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে আরিফা বেগমের মা এসে তাকে মৃত দেখতে পান।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ্ আল মামুন বলেন, স্থানীয়দের ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। ভিকটিমের ছেলের কাছে আমরা ঘটনার বিবরণ শুনেছি। ঘটনা পর থেকেই তার স্বামী পলাতক। প্রাথমিক সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তনের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।