ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে ৭১৫ ক্যান বিয়ারসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বনানীতে ৭১৫ ক্যান বিয়ারসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর বনানী থেকে ৭১৫ ক্যান বিয়ারসহ মো. রাকিবুল ইসলাম রুবেল (৩০) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানীর জি ব্লকের ৯ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির (অরুনিমা) সামনে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রুবেল কিশোরগঞ্জ জেলার মো. ওহেদ মিয়ার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৭১৫ ক্যান বিয়ার, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেপ্তার আসামি পেশাদার মাদকবিক্রেতা। এর আগেও একাধিক মাদকের চালান বিক্রি ও সরবরাহ করেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তার নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নোমান আহমদ।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।