ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় (২৫) নারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ এপ্রিল) ভোররাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে ২৩৬ নম্বর রেল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে ২৩৬ নম্বর রেল ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।  

পরে তারা সান্তারহার রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্ত করে মরদেহটি পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত তাদের হেফাজতে রাখা হবে। পরিচয় সনাক্ত না হলে আইনি প্রক্রিয়া শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

ওসি বলেন, ভোর বেলা ঢাকাগামি পঞ্চগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।