ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিটের বিক্রি শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিটের বিক্রি শুরু 

ঢাকা: ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির শুরু হয়েছে। সুবিধাজনক সময়ে বাড়ি ফিরতে ঈদের টিকিট বিক্রির প্রথম দিনেই গাবতলী বাস টার্মিনালে এসেছেন অনেকেই।

 ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি হলেও চাহিদা বেশি ২০ এপ্রিলের। আর চাপ বেশি ছিল খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা রুটের টিকিটের।  

শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকার বাসের কাউন্টার ঘুরে এ তথ্য মিলেছে।  

বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সোহাগ পরিবহন, একে ট্র্যাভেলস, সাতক্ষীরা লাইন, রয়েল, পূর্বাশা ও চুয়াডাঙ্গা ডিলাক্স কাউন্টারে ঈদের আগাম টিকিট প্রত্যাশীদের ভিড়। এই পরিবহনগুলোর অধিকাংশের গন্তব্যই খুলনা বিভাগের বিভিন্ন রুট।

কেউ আধা ঘণ্টা, কেউবা পৌনে এক ঘণ্টা লাইনে অপেক্ষা করে ঈদে ঘরে ফেরার টিকিট সংগ্রহ করছেন।  টিকিট কাটতে আসা সজীব হোসেন বলেন, ২০ তারিখের টিকিট কাটতে এসেছি, ১৯ তারিখ অফিস হয়ে ছুটি। আমার বাড়ি সাতক্ষীরা।  যশোর, খুলনা অঞ্চলের ছাড়া অন্যান্য রুটের বাস কাউন্টারে সেভাবে যাত্রীর চাপ চোখে পড়েনি।

এদিকে রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার মো. লিটন জানান, ২০ তারিখের টিকিটের চাপ বেশি। তবে এখন পর্যন্ত সব তারিখের টিকিটই আছে।  

কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি করছে সোহাগ পরিবহন।  প্রতিষ্ঠানটির গাবতলী বাস টার্মিনালের কাউন্টার মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, এখনও কোনো তারিখের টিকিটই স্টক আউট হয়নি। সব তারিখেরই টিকিট আছে। যাত্রীরা অনলাইনে টিকিট কাটছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এনবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।