ঢাকা: রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি ইটবোঝাই ট্রাক ব্রেক ফেল করে সামনের কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে।
এতে দুমড়েমুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ অন্তত আটটি গাড়ি।
মঙ্গলবার (৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকটি ব্রেক ফেল করে। এ সময় সামনে থাকা সিএনজি ও প্রাইভেটকারসহ প্রায় আটটি যানবাহনকে ধাক্কা দিলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, ট্রাকের ধাক্কায় সামনের যানবাহনে থাকা চালক ও যাত্রীরা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো আঘাতই গুরুতর নয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিএম/এসএএইচ