ঢাকা: ঋণ পরিশোধের জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন ছিল মো. মুছা শিকদারের (২৮)। টাকা জোগাড় করতে আত্মগোপনে গিয়ে নিজেই সাজান অপহরণের নাটক।
অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার কাছ অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে কথিত ভুক্তভোগী মো. মুছা শিকদার ও তার সহযোগী মো. পারভেজকে (২০) আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির ওয়ারী বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, দুজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গত ২৩ অক্টোবর দুপুর দেড়টায় যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো. মুছা শিকদার নিখোঁজ হয়। পরে ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন তার ভাই মাহাবুব আলম। সেই জিডির ছায়া তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১১ নভেম্বর) ওয়ারী থেকে মো. মুছা শিকদার ও তার সহযোগী মো. পারভেজকে আটক করে ডিবি।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মো. মুছা শিকদার নারায়ণগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার কাছ থেকে সেই টাকা জোগাড় করার জন্য মো. মুছা শিকদার নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান। পরে তার পরিচিত মো. পারভেজকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকেন এবং হুমকি দেন টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে।
বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসসি/আরবি