ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝড়ে পড়া গাছের চাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ঝড়ে পড়া গাছের চাপায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে পড়ে যাওয়া গাছের চাপায় ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছকিনা বেগম একই গ্রামের মৃত মহি উদ্দীনের স্ত্রী।

নিহত ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির ভেতরে মুরগির ঘরে মুরগি তুলছিলেন ছকিনা বেগম। হঠাৎ মুরগি ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ তার ওপর ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, হাসপাতালে নেওয়ার আগেই ছকিনা বেগমের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ওই বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।