ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাক প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ, ধর্ষককে হাতেনাতে ধরল স্বামী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
বাক প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ, ধর্ষককে হাতেনাতে ধরল স্বামী  ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর পলাশে বাক প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মোহাম্মদ সানি (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।  

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে ওই গৃহবধূকে তারই নিজ ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে ধর্ষণ করে।

এ সময় হঠাৎ করে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ধর্ষক সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় ধর্ষক সানিকে হাতেনাতে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।