সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক।
সোমবার (১৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম।
তাড়াশ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মুজিবুল আলম জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ জগ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৫৪টি।
তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ৬ বছর পর প্রথমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। তাড়াশ পৌর এলাকার মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।
এ নির্বাচনে মেয়র পদে চারজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন আর নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দিতা করেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এফআর