ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
দেবীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ আগস্ট) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, নিয়মিত বাজার তদারকি অভিযানের পরিপ্রেক্ষিতে উপজেলার লক্ষ্মীরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না রাখার দায়ে মোস্তফা স্টোরকে ১৫শ টাকা, খালেক স্টোরকে ২ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে হাবীব ফার্মেসিকে ৩ হাজারসহ মোট সাড়ে ৬ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।