মেহেরপুর: মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ডাবের দোকানসহ চার দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বোল দেড়টার দিকে মেহেরপুর পশুহাট ও বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
পরিচালক সজল আহম্মেদ জানান, বড় বাজার এলাকায় ডাব বিক্রেতা সোহেল আহম্মেদ ডাবের ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পশু হাটপাড়া এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রানা স্টোরকে দুই হাজার, একই অপরাধে মেসার্স আসিফ স্টোরকে দুই হাজার ও মূল্য তালিকা প্রদর্শনা না করায় মেসার্স শুভ স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা মার্কেটিং অফিসার আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানেটারি অফিসার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসএম