ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, খালেছ মাহামুদ ঈমান (২৪), মো. মাছুম (২৯), মো. মিলন হোসেন (৪২), মো. সাগর দেওয়ান (৩৮) ও মো. মিজান (২৪)।  

অভিযানে তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।  

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাটারিচালিত অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে ৫০-৬০ হাজার টাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।