ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মাছ ধরার ধুম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
নীলফামারীতে মাছ ধরার ধুম

নীলফামারী: নীলফামারীতে টানা তিন দিনের বৃষ্টিপাতে নদী-নালা, খাল-বিল ও জলাশয় ভরে গেছে। তলিয়ে গেছে অনেক নিচু এলাকা।

 

জেলার বেশ কিছু পুকুর ডুবে যাওয়ায় মাছ বাইরে বের হয়ে গেছে। এ সুযোগে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরের লোকজন মাছ ধরায় মেতে উঠেছেন। ব্রিজের মুখে, স্রোতের জায়গায় বিভিন্ন ধরনের জাল ফেলে ধরছেন মাছ।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন স্থানে মাছ ধরার এমন চিত্র দেখা যায়।

ডোমার উপজেলার বাসিন্দা মোজাফফর আলী বলেন, কয়েকদিনের বৃষ্টিপাতে নদী-নালা পানিতে ভরে গেছে। স্থানীয় সৌখিন মাছ শিকারিরা বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ ধরছেন। চাঁই বসিয়েও কেউ কেউ মাছ ধরছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।