ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ছাগলনাইয়ায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় ছেলে শিশু ধর্ষণের মামলায় আরফিুল ইসলাম (২৭) নামের একজন জাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০৮ অক্টোবর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুন্ড বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার আরফিুল ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পশ্চিম ঘোপাল গ্রামের মৃত গনি আহম্মদের ছেলে। তিনি স্থানীয় দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আরিফ ২০২১ সালের একটি ছেলে শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।