ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।  

রাজশাহী দুর্নীতি দমন অফিস থেকে অনুমোদনের পর বুধবার (১১ অক্টোবর) সকালে নবগঠিত কমিটির সদস্যরা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।

 

এ সময় কমিটির সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শিবগঞ্জ ইউএনও আবুল হায়াত কমিটির সদস্যদের তার ও তার অধীনস্থ সব কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন এলাকায় দুর্নীতি হলে বা হয়ে থাকলে নির্ভয়ে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে কমিটিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

এর আগে শিবগঞ্জ ইউএনও কমিটির সব সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।