ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১২ জেলের জরিমানা, সোয়া ৩ লাখ মিটার জাল জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
লক্ষ্মীপুরে ১২ জেলের জরিমানা, সোয়া ৩ লাখ মিটার জাল জব্দ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে।  

বুধবার (১ নভেম্বর) রাতে মৎস্য প্রশাসন এবং মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলেদের আটক করে।

 

এসময় ৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলের দুই হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুচৌধুরীর হাট ঘাটে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।  

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর থেকে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ২ নভেম্বর রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।