ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
নারায়ণগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ২ অস্ত্রসহ গ্রেপ্তার ২ যুবক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১১ নভেম্বর) রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জের চনপাড়া ৬ নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মো. নয়ন (২০) ও চনপাড়া ৪ নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মো. শাহজাহান (২৫)।

পুলিশ জানায়, এর মধ্যে নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৫টি মামলা আছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।