ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জুলাই ঘোষণাপত্রে জাপা’র পরামর্শ নেওয়া হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
জুলাই ঘোষণাপত্রে জাপা’র পরামর্শ নেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের দীর্ঘদিনের প্রধান সহযোগী জাতীয় পার্টির কোনো পরামর্শ নেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, তাদের (জাতীয় পার্টি) পরামর্শ যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মনে করছি না।

আগামী বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বৈঠকে ঐকমত্যের মাধ্যমে দলিল প্রণীত হবে। সেই দিন আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ভূমিকা রাখবে, তা স্পষ্ট করা হবে।

মাহফুজ বলেন, আশা করি, বাংলাদেশের জনগণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান পরিচালনা করেছে, তার প্রেক্ষাপট ও প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রটি ঘোষিত হবে।

অভ্যুত্থানে জড়িত বামপন্থি দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং স্পষ্ট অবস্থান (যাদের) ছিল, তাদের সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের প্রতিনিধি যাতে থাকে সেই চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।