গোপালগঞ্জ: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে করেন তারা।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার (এসপি) আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআরএস