ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কুমিল্লা: কুমিল্লা নগরে শাহ আলম নামের এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলম দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছোট ছেলে। তিনি নগরীর ঢুলিপাড়া ও ইপিজেড পকেটগেট এলাকার দুইটি গ্যারেজের মালিক ছিলেন।  

শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে বসবাস করতেন। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় তিনি গ্যারেজের ব্যবসা করতেন। মাঝে মধ্যে রাতে গ্যারেজে থাকতেন তিনি। কাল রাতে গ্যারেজেই ছিল। ভোর রাতের বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিহতের শরীরে কোপের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।