ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ কারেন্ট জাল বিক্রি, ২ জনের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
অবৈধ কারেন্ট জাল বিক্রি, ২ জনের জরিমানা 

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজারে সুতা ও জুগি পট্টিতে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

জাটকা নিধন প্রতিরোধে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে বুধবার (৬ মার্চ) দুপুরে পুরান বাজার সুতা পট্টিতে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

জরিমানাপ্রাপ্তরা হলেন- সুতা ব্যবসায়ী উত্তম কুমার বর্মন (৬০) ও  সীমান্ত সরকার (২০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানকালে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।