ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১৫, ২০২৪
গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে বজ্রপাতে ফুল মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া ওই গ্রামের জামশেদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আবহাওয়া ভালো থাকায় সকালে বাবা ও ভাইয়ের সঙ্গে মাঠে ধান কাটতে যান কৃষক ফুল মিয়া। দুপুরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুল মিয়ার এবং আহত হন বাবা ও তার ভাই।  

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।