কুষ্টিয়া: ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা ঘিরে সংঘর্ষে আহতদের মধ্যে ১২ জন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৯ জুন) সন্ধ্যা থেকে তাদের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ধাওড়া গ্রামের সাব্বির হোসেন (১৭), আলামিন (৩০), কুতুব উদ্দিন (২২), আব্দুল আজিজ (৬৩), আলী আকবর (১৭), জান্নাত হোসেন (২৬), মুহিম শিকদার (১৬), রাজিব (১৯), হারুন (৩৫), আব্দুল ওহাব আলী (৫২), আকরাম হোসেন (৩৮) ও আব্দুস সালাম (৬৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, গুরুতর আহত অবস্থায় ফিরোজ শিকদার নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বিকেলের দিক থেকে একের পর এক আহত ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসতে থাকেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত ছিলেন। বর্তমানে তারা চিকিৎসাধীন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি অন্য জেলার ঘটনা। আহতদের কেউ হামলায় জড়িত থাকলে, নির্দেশ পেলে আটক করা হবে।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুন ৯, ২০২৪
আরএইচ