ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দুজন নিহত হয়েছেন।  

রোববার (৩০ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুটি দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে শিশুটির নাম ঠিকানা জানা গেছে। সে হলো শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯)।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে ধোপপুকুর এলাকায় আনুমানিক ৫০ বছর বয়সী এক লোক রাস্তা পার হচ্ছিলেন। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়েছেন।  

তিনি আরও জানান, দুপুরে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা রাস্তা পর হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।