ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন নাহিদা রহমান সুমনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন নাহিদা রহমান সুমনা নাহিদা রহমান সুমনা

ঢাকা: গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা রহমান সুমনা।  বর্তমানে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বুধবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। নাহিদা কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নাহিদা রহমান সুমনা দুই দশক ধরে পররাষ্ট্র  ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকেও ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্স-বাউন্ডারি ওয়াটার আইনে ফেলোশিপ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।