ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বিজয় দিবসে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
মানিকগঞ্জে বিজয় দিবসে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

মানিকগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও বিজয় মেলা প্রাঙ্গণ থেকে বিনামূল্য এই স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

 

সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলায় এই স্বাস্থ্য সেবা অব্যাহত থাকবে।  

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা প্রাঙ্গণে দুটি স্টলে একযোগে এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বিজয়মেলায় আগত দর্শনার্থীদের অনেকেই লাইনে দাঁড়িয়ে আফরোজ বেগম জেনারেল হাসপাতালের স্টলে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মূল ক্যাম্পাসেও একই ধরনের কর্মসূচি চলমান রয়েছে।  

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, দুপুর পর্যন্ত বিজয় মেলার স্টল থেকে দুই শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সারাদিনে আরও পাঁচশ মানুষকে সেবা দেওয়া হবে। বিজয়মেলার স্টলে মূলত ব্ল্যাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার চেক ও ওজন পরিমাপসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে রোগীকে চিকিৎসার জন্য আফরোজা বেগম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সেই রোগীর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হচ্ছে না।  

হাসপাতালের অপারেশন ম্যানেজার দীলিপ কুমার মণ্ডল বলেন, বিনা মূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে এই হাসপাতালে সব ধরনের পরীক্ষায় ৫৪ শতাংশ ছাড়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণ করে হাসপাতালের ফার্মেসি থেকে সব ধরনের ওষুদের দামে ছাড় দেওয়া হচ্ছে ১৬ শতাংশ। ডাক্তারের প্রাথমিক ফি ৩০০ টাকাও মওকুফ করা হয়েছে।  

তিনি আরও বলেন, এই হাসপাতালের প্রতি শুক্রবার বিশেষ ছাড় দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনো পরীক্ষায় ছাড় দেওয়া হচ্ছে ৪০ শতাংশ। এছাড়াও নিবন্ধন ফি ১০০ টাকা এবং ভর্তি ফি ৩০০ টাকাও মওকুফ করা হচ্ছে। দুস্থ রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।