ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে একদিন বয়সী দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা ও বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে পলিথিনে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া যায়। দুপুর সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের টয়লেটে পাশে পাওয়া যায় অপর মরদেহটি।
টয়লেটের পাশে পাওয়া নবজাতকটি মস্তকবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা লাশ দুটি ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এজেডএস/এমজে