ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গেলে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকার হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতের বিভিন্ন সময়ে ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- ভাঙ্গার আলেখারকান্দা এলাকার মৃত রাজ্জাক কাজীর ছেলে আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার আব্দুল কাইয়ূম হাওলাদারের ছেলে অভি হাওলাদার (২৪) ও একই উপজেলার হাজেরিয়া হাজিরকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।
সংবাদ সম্মেলনে এসপি আব্দুল জলিল বলেন, ‘সম্প্রতি ভাঙ্গার তুজারপুর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরি করতে যায় কয়েকজন সংঘবদ্ধ চোর। এ সময় ওই বাড়ির কেয়ারটেকার আ. ওহাব মাতুব্বর (৭৩) চোরদের দেখে ফেলেন। যে কারণে ওহাবকে হত্যা করে হাত-পা বেঁধে রেখে যায় চোরেরা। পরে খবর পেয়ে ওই কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। অতঃপর এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭। ’
এসপি জলিল বলেন, এরপর এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। অতঃপর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান প্রমুখ।
গত ০৮ জানুয়ারি ফরিদপুরের ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা এলাকার এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার আ. ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দুদিন পর ১০ জানুয়ারি ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
** ভাঙ্গায় ছাদের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসআরএস