ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের মোটরসাইকেল চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
পুলিশের মোটরসাইকেল চুরি!

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বাড়ির মেইন গেটের তালা ভেঙে আবু হাসান নামে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য আবু হাসান বগুড়া আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী (বডিগার্ড)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, উপজেলার পৌর শহরের সান্তাহার ঢাকাপট্টি এলাকায় নান্নু নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন পুলিশ সদস্য আবু হাসান। প্রতিদিনের মতো সোমবার (১৩ জানুয়ারি) সারা দিন ডিউটি শেষ করে রাতে বাসার ফিরে মোটরসাইকেল পার্কিং করে ঘুমাতে যান তিনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গেটের দরজার তালা ভাঙা এবং সেখানে তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি নেই। এরপর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি। এ ঘটনার পর থেকে জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় চুরির এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।