ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারত আমাদের জমি দখল করার পায়তারা করছে: নুর 

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ভারত আমাদের জমি দখল করার পায়তারা করছে: নুর 

গণধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ভারত আমাদের দেশের কিছু জমি দখলের পাঁয়তারা করছে, তবে বাংলাদেশের জনগণ তা করতে দেবে না। আমাদের পরিষ্কার বার্তা দেশের মানুষ ভারতকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।

 

তিনি ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফের সাথে গোলাগুলি হচ্ছে। সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ক্ষেত্রে তাদেরকে এই সুযোগ দিয়েছিল। তবে আমাদের পরিষ্কার বার্তা সেই সুযোগ আর দেয়া হবে না। ভারতকে কোনো ছাড় নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব।  

শনিবার ( ১৮ জানুয়ারি) গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

ভারতের উদ্দ্যেশ্যে নুর বলেন, আপনাদের পালিত গোলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর আপনারা বাংলাদেশ নিয়ে যে খেলা শুরু করেছেন এই খেলা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের দেশে একটা লাশ পড়লে তাদের দুইটা লাশ ফেলাতে হবে।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ এখন একটি মরা লাশ। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল। বিরোধী দল ও মতকে দমন করার জন্য সরকার প্রশাসন ও  জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল। দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।  

গণঅধিকার পরিষদের সভাপতি আরো বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে ‍উঠেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ ঘোষণায় নুরুল হক নুর রংপুর-১( গংগাছড়া ও সিটি কর্পোরেশন) আসনের উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

এ সময় গণধিকার পরিষদের কেন্দ্রীয়  পরিষদ সদস্য ও  রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবের সভাপতিত্বে ও জেলার  সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, শেরে খোদা আসাদুল্লাহ এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় সদস্য হাজী মোঃ কামাল হোসেন,  আমিনুল ইসলাম, এরশাদুল হক , মামুনুর রশিদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও রংপুর জেলা মহানগর ও গংগাচড়া উপজেলার গণবাধিকার পরিষদ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০২৫
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।