গোপালগঞ্জ: সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তদন্ত করছে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার প্রতিনিধি দলটি পার্কে যায়।
এ পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন। তবে আর কি কি বিষয়ে তদন্ত করবেন- এখনও গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকাকালে পার্কটি গড়ে তোলেন বেনজীর। অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এ পার্কটি করা হয়েছে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে স্থানীয় প্রশাসন। পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআই