ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে সাড়ে ২২ লাখ টাকার রাবার কষসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
মধুপুরে সাড়ে ২২ লাখ টাকার রাবার কষসহ আটক ২

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক রাবারের কষসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-২ এর সদস্যরা।

শনিবার (০৭ জানুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ অভিযান চালানো হয়।

এপিবিএন-২ মুক্তাগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. কাইয়ুম বাংলানিউজকে জানান, রাতে মধুপুরের পীরগাছা রাবার বাগান থেকে এক ট্রাক কষ পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কষভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় আটক করা দুই পাচারকারীকে।

জব্দ হওয়া রাবার কষের পরিমাণ প্রায় ১৫ টন, যার মূল্য সাড়ে ২২ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান এপিবিএন ওসি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জিপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।