ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাদ্য নিরাপত্তায় তলানিতে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
খাদ্য নিরাপত্তায় তলানিতে বাংলাদেশ সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক ২০১৭ অনুযায়ী বিশ্বের ১০৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৯তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে নিচে অবস্থান করছে বাংলাদেশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক এ তথ্য দিয়েছে।

খাদ্য অধিকার আইনের দাবিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।

আর বিশ্বে খাদ্য নিরাপত্তা সূচকে অবস্থা ৮৯তম।  

‘বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাংগার ইনডেক্স) ২০১৬ অনুযায়ী ক্ষুধা-দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশে। ১১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০তম। ’ 

তিনি বলেন, দক্ষিণ এশীয় খাদ্য অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী খাদ্য অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাই খাদ্য অধিকার আইন প্রণয়ন এখন রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনায় নেওয়া উচিত।  

এ সময় সংগঠনটির সভাপতি ড. মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন আন্তর্জাতিক দলিলে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার বদ্ধ। তাই খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি ও খাদ্য অধিকার আইন প্রণয়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, বি সেফ ফাউন্ডেশনের মহাসচিব আতিউর রহমান মিটন, অ্যাকশন এইডের সহকারী পরিচালক অমিত দে প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।