ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি ও মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে রনি (১০) ও মহেশপুরের আজমপুর এলাকার কামাল হোসেন (৩০) ও খলিলুর রহমান (৩৭)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলানিউজকে জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের শাহপুর ঘিঘাটি এলাকায় মহাসড়কের পাশে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ সময় ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রনি রাস্তায় চলে আসলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রনি দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে।

অন্যদিকে, জেলার মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় আলমসাধু ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর যাত্রী কামাল হোসেন ও খলিলুর রহমান নিহত হন। আহত আরও চারজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।