পাবনা: মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনায় প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী দেশীয় খাদ্য প্রদর্শনী।
সেচ্ছাসেবী সংগঠন পাবনা তহুরা আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য প্রদর্শনীতে স্থানীয় ২২ জন খুদ্র নারী উদ্যোক্তা অংশ নেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পৌর এলাকার রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই খাদ্য মেলার শুভ উদ্বোধন করেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সোহেল হাসান শাহিন।
এসময় উপস্থিত ছিলেন- সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কলিম উদ্দিন, পাবনা সিটি কলেজের সহযোগী অধ্যপক শামসুর নাহার বর্ণা, খাদ্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজু ও তহুরা আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এনটি