ঢাকা: রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের এই কর্মকর্তাকে চুক্তিতে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বছরের ২১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি ও কনস্যুলার) থাকার সময় কামরুল আহসানকে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে কামরুল আহসানকে এই নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে আদেশে বলা হয়, আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমআইএইচ/এএ