ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুক্তি ক্লিনিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
মাগুরায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুক্তি ক্লিনিক সিলগালা

মাগুরা: মাগুরায় মুক্তি ক্লিনিক অ্যান্ড নাসিং হোম বন্ধ করে এর অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাগুরার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম পরিচালিত হতো। ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোন জেল জরিমান করা সম্ভব হয়নি। তবে আগামী দুই দিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখাতে উপস্থিত এক নারী কর্মচারীকে নিদের্শ দেওয়া হয়েছে বলেও এসময় জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।