বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার বলেছেন, ‘নগরীর সড়কগুলো যানজটমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। ’
তিনি বলেন, ‘বরিশাল নগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে সদর রোড অন্যতম।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলা স্কুল মোড় থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সদর রোড থেকে হকার উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রতিদিন তিনবার সকাল, দুপুর ও রাতে অভিযান পরিচালিত হবে। নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের এ অভিযান চলবে।
উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. জাকির হোসেন মজুমদার দোকান মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দোকানের সামনে অবৈধ ভাসমান দোকান থাকলে জনস্বার্থে তা উঠিয়ে দিন। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিন। পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত। ’
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টি আই অ্যাডমিন রবিউল ইসলাম, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আব্দুর রহিম, সার্জেন্ট রানাসহ অন্য পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএস/এফএম