ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রানা প্লাজার স্মৃতিস্তম্ভ অক্ষত রাখার দাবিতে সমাবেশ

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
রানা প্লাজার স্মৃতিস্তম্ভ  অক্ষত রাখার দাবিতে সমাবেশ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ২০১৩ সালের ২৪ এপ্রিলে বিশ্বের পোশাকখাতে বড় একটি শিল্প দুর্ঘটনা হলো রানা প্লাজা ধস। সেদিনের সেই ট্র্যাজেডিতে প্লাজার ১১শ’র বেশি পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

এই মৃত শ্রমিকদের স্মরণে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে বিভিন্ন শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকের স্বজন ও আহত শ্রমিকরা।

বর্তমানে ওই মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তাই স্মৃতিস্তম্ভটির সামনে দিয়ে যদি ড্রেন নির্মাণ করা হয়, তবে এই বেদী যেন না ভেঙে ফেলে তার প্রতিবাদ ও সংরক্ষণের দাবিতে সমাবেশ করেঠে সাভারের বিভিন্ন সংগঠন।  

সোমবার (১১ জানুয়ারি ) সকালে সাভার বাজার বাসস্ট্যাণ্ডের রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ-প্রতিরোধ শহীদ বেদী রক্ষা কমিটির ব্যানারে এ সমাবেশে সাভারের সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সমাবেশে শ্রমিক নেতারা জানান, জোর করে কখনো রানা প্লাজার সামনে অবস্থিত শহীদ বেদী ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ ভাঙার চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই  আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, সাভার থানা কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌসী আঁখি, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাভার উপজেলার কমিটির নেতা সাজেদা ইসলাম সাজু, রানা প্লাজার শ্রমিক হৃদয়, ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ আহত শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।