ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল ছেলের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল ছেলের 

পিরোজপুর: অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ ডিসেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর পাশের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

মৃতের স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী এলাকায়   সবজির ব্যবসা করতেন। সম্প্রতি তিনি এলাকায় ঋণে জর্জরিত হয়ে পড়লে ঢাকা চলে যান। কিন্তু গত কয়েকদিন ধরে আমার শাশুড়ি দোলা গাজী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে আসছিলেন আমার স্বামী। কিন্তু পাওনাদারদের চোখ ফাঁকি দিয়ে গোপনে ক্ষেতের ভেতর দিয়ে আসছিলেন তিনি। এসময় ছিদ্দিক সর্দার ও আবু সাঈদ শেখের বর্গা জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।  

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয় কৃষকরা জমিতে হাবিবুরের মরদেহ দেখে গ্রাম পুলিশকে জানান। পরে গ্রাম পুলিশের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে  তার মৃত্যু হয়েছে। তার দু’পায়ে বিদ্যুতের তারে পুড়ে যাওয়ার দাগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।