ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার, দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার, দুদকের অভিযান

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাভার ও ঢাকার আওতাধীন রাস্তা নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সাভার, ঢাকার আওতাধীন রাস্তা নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালক মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে রোববার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

পরিদর্শনকালে নির্মিত রাস্তার পূরুত্ব পরিমাপ করে ও নমুনা সংগ্রহপূর্বক তা এলজিইডির ল্যাবে পরীক্ষা করে টেস্টের রিপোর্ট সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কাজের রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এদিকে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ভোলা-এর বিরুদ্ধে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল-এর সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।  

দুদক টিম কাজের মান যাচাইয়ের জন্য রাস্তার বিভিন্ন পরিমাপ করে এবং নমুনা সংগ্রহ করেছে। এক্ষেত্রে প্রাপ্ত নথিপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তীতে অনুসন্ধানের বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।  

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য আটটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।