ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসস’র সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অরুণ ব্যানার্জি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বাসস’র সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অরুণ ব্যানার্জি আর নেই

সাতক্ষীরা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অরুণ ব্যানার্জি (৭৫) আর নেই।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতনামা আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক অরুণ ব্যানার্জি প্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক সুনীল ব্যানার্জির ভাই।

এছাড়া তার অপর দুই ভাই কল্যাণ ব্যানার্জি দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) ও বরুণ ব্যানার্জি একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে সাংবাদিক অরুণ ব্যানার্জির মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, দ্য এডিটরস ডট নেটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।