ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

ভোলায় ভারী বর্ষণ অব্যাহত, প্লাবিত নিম্নাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
ভোলায় ভারী বর্ষণ অব্যাহত, প্লাবিত নিম্নাঞ্চল

ভোলা: ভোলায় টানা চারদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে উপকূলের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি অতি জোয়ারেও তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ।

চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। ঝুঁকির মধ্যে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় জেলেদের নিরাপদে আনতে প্রচারণা চালাচ্ছে কেস্টগার্ড। নৌ বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত থাকায় স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল।

আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মাহাবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও ২/৩ দিন থাকতে পারে। এ মাসের মধ্যেই আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জোয়ারের চাপ কিছুটা কমেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।