ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ জানুয়ারি) ফতুল্লার পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

 

এ সময় মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রতিরোধ স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একরামুল কবির মামুন, আব্বাস উদ্দিন বাবুল, ওমর আলী, এস এম মাহমুদুল হক আলমগীর, আল আমীন সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন লাভলু, থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, আমজাদ শিকদার প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। এ সময় তারা ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সরকারের পদত্যাগ দাবি করে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।