ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামালপুরে জেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
জামালপুরে জেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

জামালপুর: আগামী ১১ মার্চ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে শহরের বকুলতলার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, এমপি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখছেন- জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।