ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড: খন্দকার মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
সরকারের ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড: খন্দকার মোশাররফ

ঢাকা: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না, বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  

তিনি বলেছেন, অনেকবার এরকম ঘটনা ঘটেছে।

এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। এই সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ড ঘটছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়। তাদের উসকানিতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

বুধবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সমাবেশ করতে দেয় না, আমাদেরকে মিটিং করতে দেয় না। কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত, আজ হোক বা কাল হোক এ দেশে গণঅভ্যুত্থান হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলংকা যদি পারে, বাংলাদেশে শিগগিরই সেদিন আসবে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, তারিকুল ইসলাম মধু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।