ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের জনসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সরকার পতনের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের জনসমাবেশ

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে জনসমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জনসমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, আগামী নির্বাচনে যাতে জনগণ নিজের ভোট নিজে দিতে পারে, সেজন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আজ রাজপথে দাঁড়িয়েছি ভোটের অধিকারের জন্য। এ দেশের আকাশ-বাতাস এই সরকারকে না করে দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। বিদেশিরা আজ আমাদের দেশে খবরদারি করে। কেন করে? কারণ তারা দেখছে যে, আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

বর্তমান বাজারের পরিস্থিতি তুলে ধরে তারা আরও বলেন, আজ কতজন মানুষ ডিম খেতে পারছে? মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের কথা বাদই দিলাম, ডিমই তো মানুষ খেতে পারছে না। সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। মানুষ কীভাবে খেয়ে-পরে বাঁচবে? 

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসসি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।