ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাইনবোর্ডে মিছিল থেকে কাউন্সিলর ইকবালসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
সাইনবোর্ডে মিছিল থেকে কাউন্সিলর ইকবালসহ আটক ৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হরতাল সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মিছিল থেকে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) ভোরে সাইনবোর্ডে মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

এ সময় মিছিলের নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল।

আটক অন্যদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ফারুক, মোক্তার, জহিরের নাম জানা গেছে।

১৬ জন নেতাকর্মীর মিছিলটি সাইনবোর্ড এলাকায় শুরু হলে সেখানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ গিয়ে বাধা দেয় এবং সেখান থেকে সাতজনকে আটক করে। এর মধ্যে ইকবালের ব্যক্তিগত গাড়িচালকও রয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা হরতাল সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে সেখান থেকে আমাদের একজন কাউন্সিলরসহ সাতজন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। জেলাজুড়ে আমাদের কর্মসূচি অব্যাহত আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মহাসড়কে নাশকতার চেষ্টা করলে আমরা সাতজনকে আটক করেছি। এর মধ্যে কাউন্সিলর ইকবাল পুরাতন মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।