ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পাঁচটি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
রোববার (১২ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন সেলগুলো অনুমোদন করেন।
সেলগুলো হলো- শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল, তথ্য ও জনসংযোগ সেল।
শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সেলের সম্পাদক হিসেবে রয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। বাকি সদস্যরা হলেন- তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন কাজী আশরাফুর রহমান।
দপ্তর সেলের সম্পাদক হিসেবে রয়েছেন মনিরা শারমিন। বাকি সদস্যরা হলেন হাসান আলী খান ও আবু সাঈদ।
প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হিসেবে রয়েছেন মো. আরিফুর রহমান। বাকি সদস্যরা হলেন- খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক, আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।
আইসিটি সেল সম্পাদক হিসেবে রয়েছেন মো. ফরহাদ আলম ভূঁইয়া। বাকি সদস্যরা হলেন- মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভূঁইয়া ও তারিক আদনান মুন।
তথ্য ও জনসংযোগ সেলের সম্পাদক হিসেবে রয়েছেন মামুনুর রশীদ। বাকি সদস্যরা হলেন মশিউর রহমান ও তামিম আহমেদ।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এফএইচ/এমজে